কলেজ স্থানান্তরের প্রতিবাদে ইসলামপুরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
জাবির আহম্মেদ জিহাদ
জামালপুরের ইসলামপুর উপজেলার চিনাডুলি ইউনিয়নের ডেবরাইপ্যাচ গ্রামে প্রতিষ্ঠিত ‘ডেবরাইপ্যাচ টেকনিক্যাল এন্ড বিএম কলেজ’-এর নাম ও স্থান পরিবর্তন করে গিলাবাড়ী এলাকায় স্থানান্তর করায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে স্থানীয় এলাকাবাসীর মধ্যে।
২০২৩ সালে কলেজটির নাম পরিবর্তন করে ‘আফরোজা ফরিদ সুরুজ্জামান টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ’ রাখা হয় এবং এটি স্থানান্তরিত করা হয়। এতে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী প্রতিবাদে ফুঁসে ওঠেন।
১৬ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে ইসলামপুর উপজেলা পরিষদ চত্বরে বিক্ষুব্ধ এলাকাবাসী মানববন্ধনের আয়োজন করেন। সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জামালপুর জেলা শাখার সদস্য মো. জোনায়েদ হাসান ও ইমরানসহ অন্যান্যরা বক্তব্য দেন।
বক্তারা কলেজটির আগের নাম এবং অবস্থান পুনঃস্থাপনের জোর দাবি জানান। একই সঙ্গে কলেজটির অধ্যক্ষ আনোয়ার কবিরকে দ্রুত অপসারণ এবং তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি তোলেন।
মানববন্ধন শেষে এলাকাবাসী তাদের দাবিগুলো বাস্তবায়নের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুর রহমানের কাছে স্মারকলিপি প্রদান করেন।
ডেবরাইপ্যাচ গ্রামের অভিভাবক ও শিক্ষার্থীরা জানান, কলেজটির স্থানান্তর তাদের জন্য চরম দুর্ভোগ সৃষ্টি করেছে। গ্রামের শিক্ষার্থীরা যে সুবিধায় এখানে পড়াশোনা করছিল, তা হারিয়ে গেছে। তারা আশা প্রকাশ করেন যে, স্থানীয় প্রশাসন তাদের দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করবে।
ডেবরাইপ্যাচ টেকনিক্যাল এন্ড বিএম কলেজের নাম ও স্থানান্তর নিয়ে এলাকার মানুষ তাদের ঐক্যবদ্ধ প্রতিবাদ জানিয়েছে। স্থানীয় প্রশাসনের কার্যকর পদক্ষেপের মাধ্যমে এ সমস্যার সমাধান হবে বলে এলাকাবাসী আশাবাদী।